আনন্দে আত্মহারা সাফজয়ী নারী ফুটবলার রুপনার মা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার ঘর নির্মাণ শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের বাকি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে বুয়ো আদাম এলাকায় বাড়িটি নির্মাণ করে দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন।
প্রাথমিকভাবে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঘরের চাবি রূপনা চাকমা মায়ের কাছে হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। ঘরের চাবি পেয়ে অত্যন্ত খুশী রূপনা চাকমার মা কালাসোনা চাকমা। জেলা প্রশাসক আসার খবরে রূপনা চাকমার বাড়িতে ভিড় করেন এলাকার লোকজন।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস, নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাজেদা নুরিয়া, নানিয়াচর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসককে নতুন বাড়িতে মিষ্টি মুখ করান রূপনা চাকমার মা কালাসোনা চাকমা। এঝাড়া ঘরের চাবি পেয়ে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন রূপনার মা কালাসোনা চাকমা।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন করা হয়েছে। আজ এই ঘর রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
অন্যদিকে, রূপনা চাকমা মুঠোফোনে জানান, এলাকাবাসীর আশীর্বাদে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আমার উঠে আসা, এর পিছনে যারাই আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি বরাবর কৃতজ্ঞতা পোষণ করছি এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে ঘরটি উপহার প্রদান করার জন্য।