দেশি সহকারী কোচ চায় বিসিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবসময়ই পছন্দের শীর্ষে থাকেন বিদেশি কোচরা। এ নিয়ে বিভিন্ন সময়ই সমালোচিত হয় দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ এই বোর্ড। তবে এবার স্থানীয় কোচদের দিকে মনোযোগ দিতে চায় বিসিবি।
এরই মধ্যে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই সঙ্গে সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। দেশি কোচরাও আবেদন করতে পারবেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশি কোচদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমরা সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আমি আশা করছি দেশি-বিদেশি যারা আগ্রহী আবেদন করবে তারা। এখানে আরেকবার আমি এই কথা জোর দিয়ে বলছি, আমরা যখন এরকম বিজ্ঞাপন দেই, সাধারণত বিদেশিরা আবেদন করে। আমরা চাইছি দেশি যদি কেউ আগ্রহী থাকে যেন আবেদন করে তারা।’