আইপিএলে নেতৃত্ব পেলেন ওয়ার্নার ও মার্করাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
ভারতীয় প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আর সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম।
ওয়ার্নারকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন, ওয়ার্নার দলটির নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল। এর আগে দলটির অধিনায়ক ছিলেন ঋষভ পান্ত। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় এবারের আইপিএলে খেলা হবে না তার।
অন্যদিকে, হায়দরাবাদ কর্তৃপক্ষ জানিয়েছে, হেড কোচের দায়িত্ব নেওয়া ব্রায়ান লায়ার সঙ্গে আলোচনা করে তারা মার্করামকে নেতৃত্বভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স এস্টার্ন। মার্করাম দলকে শিরোপা জেতানোয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।