×

খেলা

ভারতকে হারিয়ে সিরিজে ফিরলো অজিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম

ভারতকে হারিয়ে সিরিজে ফিরলো অজিরা

ছবি: সংগৃহীত

   

চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্টের তৃতীয় দিন মাত্র এক উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ৭৬ রান তুলে নেন স্টিভ স্মিথরা।

ইন্দোরে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়ে যান রোহিত-বিরাটরা। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার ক্যানিম্যান পাঁচটি এবং নাথান লায়ন প্রথম ইনিংস থেকে তুলে নেন তিন উইকেট। ভারতের হয়ে বিরাট কোহলি সর্বোচ্চ ২২ এবং শুভমন গিল ২১ রান করেন। শ্রীকর ভারত ও উমেশ যাদব ১৭ করে রান যোগ করেন।

জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে তোলে ১৯৭ রান। তারা ৮৮ রানের লিড নেয়। অজিদের হয়ে ওপেনার উসমান খাজ ৬০ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৩১, স্টিভ স্মিথ ২৬ এবং ক্যামেরুন গ্রিন ২১ রান যোগ করেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে রবিন্দ্র জাদেজা চারটি এবং অশ্বিন ও উমেশ তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে নেমে ভারত ১৬৩ রানে অলআউট হয়। অজিদের লিড শোধ করে ৭৬ রানের লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। দলটির হয়ে চেতেশ্বর পূজারা অষ্টম ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ৫৯ রান করেন। শ্রেয়াস আয়ার করেন ২৬ রান। নাথান লায়ন একাই ৮ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যবধান গড়ে দেন।

তৃতীয় দিন লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানে ১ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ট্রাভিস হেড ৫৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ২৮ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App