বেনজেমাকে নিয়ে চিন্তিত নন আনচেলত্তি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১২:১৮ এএম

কার্লো আনচেলত্তি
এল ক্লাসিকোতে সর্বশেষ বার্সেলোনাকে চাপে রাখলেও ম্যাচজুড়েই আক্রমণে ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে অন টার্গেট কোনো শট করতে পারেনি তারা। করিম বেনজেমাও ছিলেন না চেনা ছন্দে। তবে এই ফরোয়ার্ড ও আক্রমণভাগ নিয়ে মোটেও চিন্তিত নন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি বলেন, সব ম্যাচেই ভালো খেলা সম্ভব নয়। বেনজেমা আমার চিন্তার কারণ নয়, আমি তাকে ভালো অবস্থায় দেখছি। তার শারীরিক অবস্থা ভালো, মৌসুমের প্রথম অংশের তুলনায় অবশ্যই ভালো। আক্রমণে সম্মিলিতভাবে আমরা খুব ভালো। খবর সিবিএস স্পোর্টসের।
বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের প্রথম লেগে গত বৃহস্পতিবার ১-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে লা লিগায় মাদ্রিদ ডার্বিতেও জালের দেখা পাননি বর্তমান ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। গত ২২ ফেব্রুয়ারি লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অবশ্য জোড়া গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচে রিয়াল মাদ্রিদ জেতে ৫-২ গোলে।