বিশ্রামে তাসকিন, একাদশে ইন এবাদত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১১:৫৮ এএম

ফাইল ছবি

ফাইল ছবি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন এবাদত হোসেন। সোমবার (৬ মার্চ) বিষয়টি একাদশের চূড়ান্ত তালিকা থেকে নিশ্চিত হওয়া যায়।
বাস্তবতা হলো চট্টগ্রাম স্টেডিয়ামে এখানে নজর ক্রিকেটপ্রেমীদের। কারণ মিরপুরেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খুইয়েছে টাইগাররা। আজ হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই।
এই ম্যাচ জয়ের বিকল্প ভাবতে নারাজ তামিম। তবে তার আগে আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি তামিম।
আজ ম্যাচে জয়ের জন্য দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবুও জস বাটলারদের তৃতীয় ম্যাচে নাভিশ্বাস তুলে ছাড়বে তামিম বাহিনী। কারণ এটা টাইগারদের সম্মান বাঁচানোর ম্যাচ। আর তাদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য ইংলিশদের। যাই হোক এদিন ম্যাচে টান টান উত্তেজনা বিরাজ করবে। তবে সময় বলে দেবে ইংলিশ পরীক্ষায় পাশ না ফেল করবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।