সাকিব-আফিফে লড়ছে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৩:০২ পিএম

ছবি: সংগৃহীত
দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্বটা ভালোভাবেই সামাল দিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এই জুটি ৯৮ রানের জুটি গড়েছিল। অর্ধশতক করে শান্ত আউট হলেও দুর্দান্ত খেলে যাচ্ছিলেন মিডলঅর্ডার মুশফিক। ৩৩ তম ওভারে আদিল রশিদ ব্রেক থ্রু এনে দেন।
শান্তের পর সাকিবকে নিয়ে মুশফিককে জুটি গড়তে দেননি ইংলিশ বোলার। ওভারের চতুর্থ বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরান মুশফিককে। ৯৩ বল থেকে ৬ চারের সাহায্যে ৭০ রান করেন মুশফিক। এরপর মাহমুদউল্লাহ নেমেও টিকতে পারেননি বেশিক্ষণ।
সাকিবের সঙ্গে এরপর আফিফের জুটি দলকে ২০০ পার করেছে। পুঁজিটা কতটা বড় দিয়ে যেতে পারেন এই দুই ব্যাটার সেটি দেখার অপেক্ষায় সাগরিকার দর্শক।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২০৪ রান করেছে পাঁচ উইকেটে।