সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম

ছবি: এএফপি
চ্যাপম্যানের ঝোড়ো সেঞ্চুরিতে ম্লান রিজওয়ান
পাকিস্তানের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের অসাধারণ এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের দেয়া ১৯৪ রানের বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় পায় কিউইরা।
এই ম্যাচেই কিউই ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জেতান।
এর আগে অবশ্য অনেক নাটকীয়তা ছিল। খেলার ১৮তম ওভারের শেষ বলটায় টাইমিং ঠিকঠাক হলো না মার্ক চ্যাপম্যানের। ক্যাচ উঠে গেল বোলারের পেছনে, দৌড়ে পেছনে গিয়ে সেই ক্যাচটা ধরতে পারলেন না শাহিন শাহ আফ্রিদি। ততক্ষণে ২ রান নিয়ে ফেলেছেন চ্যাপম্যান। ৯৮ থেকে ১০০। । যে সেঞ্চুরি দলের জয়ে মূখ্য ভূমিকা রেখেছে।
আগে ব্যাট করা পাকিস্তান মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে তুলেছিল ৫ উইকেটে ১৯৩ রান। যে রান তাড়া করতে নেমে চ্যাপম্যানের ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের অবিশ্বাস্য এক ইনিংসে ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।
এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ২-২ সমতা ফেরাল কিউইরা। এউইন মরগান ও আসগর আফগানকে (৪২) ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক হওয়ার অপেক্ষাও বাড়ল বাবর আজমের। বৃষ্টিতে পন্ড হয়ে গিয়েছিল সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।
তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ২৬ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন চ্যাপম্যান। ইনিংসের মাত্র চতুর্থ ওভারের খেলা চলছে তখন। সেখান থেকে ড্যারিল মিচেলের সঙ্গে ৩৭ বলে ৪৭ রানের জুটি। মিচেল আউট হন ১৮ বলে ১৫ রান করে। দশম ওভারের খেলা চলছে তখন, নিউজিল্যান্ডের রান ৭৩। বাকি গল্পটা চ্যাপম্যান-জিমি নিশাম জুটির। কিংবা বলা যায় শুধু চ্যাপম্যানেরই।
নিশাম দারুণভাবে সঙ্গ দিয়ে গেলেন। ৩০ বলে ফিফটি করেন চ্যাপম্যান, তখনো মনে হয়নি ম্যাচটা পাকিস্তানের হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু চ্যাপম্যান সেটাই করে দেখালেন। ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংসে ছক্কা ৪টা, ১১টা চার। ওপাশে নিশামও কম যাননি। ২৫ বলে ৪৫ রানের ইনিংসে ২টি ছক্কার সঙ্গে ৪টি চার। তাতেই ম্যাচ বেরিয়ে গেল পাকিস্তানের হাত থেকে।
চ্যাপম্যান সেঞ্চুরিও পেয়েছেন, তাঁর দলও জিতেছে। ওদিকে একেবারে বিপরীত ভাগ্যবরণ করতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানের। সেঞ্চুরি না পেলেও ব্যাট হাতে ঝড় তুলেছেন পাকিস্তানি এই ওপেনার। ৪ ছক্কা ও ৭ চারে তাঁর ৬২ বলে ৯৮ রানের ইনিংসে ভর করেই আগে ব্যাট করা পাকিস্তান তোলে ৫ উইকেটে ১৯৩ রান।