মার্কুইনোসের সঙ্গে চুক্তি বাড়ালো পিএসজি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত
ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার মার্কুইনোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।
পিএসজির অধিনায়ক তিনি। তার সঙ্গে প্যারিসিয়ানদের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি থাকার পরেও সেই চুক্তি আরো তিন বছর বৃদ্ধির ব্যাপারে দুই পক্ষ মৌখিকভাবে সম্মত হয়েছে। এখন চুক্তিপত্রে সই করে ঘোষণা দেওয়ার অপেক্ষা বলে জানিয়েছেন দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।
এক মৌসুম রোমায় খেলার পর ২০১৩ সালে পিএসজির সঙ্গে চুক্তি করেন মার্কুইনোস। এরপর থেকে দলটির রক্ষণের সেরা ভরসা হয়ে খেলে যাচ্ছেন তিনি। মেসি, সার্জিও রামোস, নেইমার, এমবাপ্পেদের মতো তারকা থাকলেও তিনিই পিএসজির অধিনায়ক।
এক বছর পরে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলেও ছয় ফিট উচ্চতার ২৮ বছর বয়সী ডিফেন্ডারের অন্য কোন ক্লাবে যাওয়ার কোন গুঞ্জন ছিল না। কাতারি অর্থে চলা ক্লাবটির হয়ে ২৬৪ লিগ ম্যাচে ২৪ গোল করা এই ডিফেন্ডারের চুক্তি বৃদ্ধির সঙ্গে বেতনো বাড়বে।