ভাঙলো শান্ত-তাওহীদ জুটি , চাপে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৫:৪৬ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে শূন্য করে আউট হন লিটন। এর পর তামিম ১৪ ও সাকিব আল হাসান ২০ রান করে ফিরে যায়।
১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রানে দল যখন বিপর্যয়ে তখন নাজমুল শান্ত আর তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাড়ায় বাংলাদেশ। তবে দলীয় ১০২ রানে ভাঙে এ জুটি। শান্ত ৬৬ বলে ৪৪ রান করে আউট হলে আবারো চাপে পড়ে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান।
মঙ্গলবার (৯ মে) শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। চোটের কারণে চলতি সিরিজে নেই দেশের গতিময় তারকা পেসার তাসকিন আহমেদ। স্পিনার নাসুম আহমেদকে বাদ দিয়ে খেলানো হচ্ছে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।
পেস বোলার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।