ভারত-অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১১:৪৯ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে আগামী ৭ জুন। এবারের আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারত। ফাইনাল ম্যাচের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দুই দল। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওভালে অনুষ্ঠিত হবে দীর্ঘ ফরম্যাটে মর্যাদার এই লড়াই।
প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ভারত। গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল রোহিত-কোহলিরা। এই আসরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
চোটের কারণে দলে নেই জাসপ্রিত বুমরাহ ও লোকেশ রাহুল। রোহিত ছাড়া বাকিরা হলেন শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাত ও ঈশান কিষান। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকবেন প্যাট কামিন্স। তার সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, স্কট বোল্যান্ড, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস নাথান লায়ন, টড মার্ফি, ও মিচেল স্টার্ক। স্ট্যান্ডবাই হিসেবে আছেন মিচেল মার্শ ও ম্যাট রেনশ।
শিরোপার লড়াই শুরুর দুই সপ্তাহ আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রাইজমানি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০২১-২৩ টেস্ট চক্রের জন্য মোট ৩.৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে তারা। যা চ্যাম্পিয়নশিপের নয়টি দলের মধ্যেই ভাগ করে দেয়া হবে। জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকার বেশি। এ ছাড়া রানার্সআপ দল পাবে ৮ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮ কোটি টাকা। আগের আসরেও একই অঙ্কের প্রাইজমানি পেয়েছিল দলগুলো।
পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রায় ৫ কোটি টাকা। চার নম্বরে থেকে এবারের মৌসুম শেষ করা ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। আগের আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবার ৬ নম্বরে থেকে আসর শেষ করেছে। আর যথাক্রমে ৭, ৮ ও ৯ নম্বরে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ রয়েছে। প্রত্যেকেই পাবে ১ লাখ ডলার করে। যা এক কোটি টাকার কিছু বেশি।