আবাহনীর বিপক্ষে একাই চার গোল দিয়াবাতের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৯:২৭ পিএম

সুলেমান দিয়াবাত। ছবি সংগৃহীত
ফেডারেশন কাপের ফাইনালে টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। যেখানে সুলেমান দিয়াবাত একাই করলেন চার গোল।
আবাহনী-মোহামেডান সবশেষ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সেই ২০১১ সালে কোটি টাকার সুপার কাপে। সেবার মোহমেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল আবাহনী। এবার মধুর প্রতিশোধ নিলো সাদা-কালো জার্সিধারীরা।
প্রথমার্ধে আবাহনী ২-০ গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধে পরপর দুই গোলে মোহামেডানকে ম্যাচে ফেরান দিয়াবাত। ৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাড়ানো বলে ডান পায়ের শটে জালে পাঠান মালিয়ান এই স্ট্রাইকার। ৫৯ মিনিটে ক্রস থেকে পায়া দারুণ এক বল মাথার স্পর্শে জালে পাঠান তিনি। ম্যাচের ৬৬ মিনিটে আবাহনী আবার লিড নিলে দৃশ্যপটে চলে আসেন মোহামেডানের নাম্বার টেন দিয়াবাত। শিরোপার পথে এগিয়ে যায়া আবাহনীকে হতাশ করে ৮২ মিনিটে গোল করেন তিনি। এবারো হেড থেকে জালে বল পাঠান দীর্ঘদেহি এই ফরোয়ার্ড। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পেনাল্টি থেকে গোল করে ফাইনালে চার গোল করার কীর্তি গড়েন।