আফগান সিরিজের আগে ফিরলেন সাকিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:৩৭ পিএম

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ স্ত্রী-সন্তানদের কাছে আমেরিকাতে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। তাদের সাথে সময় কাটিয়ে গত সোমবার দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।
দেশে ফিরে গত মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন তিনি। এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলাপ করতে দেখা যায়।
এর আগে মঙ্গলবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে আমেরিকাতে সাকিব বেশ ব্যস্ত সময় পার করছেন তার ছেলে-মেয়েদের সঙ্গে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ জুন। আর রশিদ খানের দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। যদিও আসন্ন এই সিরিজে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরিতে পড়ে এই সিরিজের আগেই ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।