×

খেলা

হেড-স্মিথের সেঞ্চুরি: ১৭৩ রানের লিড পেল অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৭:১৪ পিএম

হেড-স্মিথের সেঞ্চুরি: ১৭৩ রানের লিড পেল অস্ট্রেলিয়া
   

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে হেড-স্মিথের সেঞ্চুরিতে ৪৬৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তার জবাবে নিজদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়েছে ভারত। ফলে ১৭৩ রানের লিড পেয়ছে অজিরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। দলীয় ৫০ রানে তিন ব্যাটারকে হারায় তারা। রোহিত শর্মা ২৬ বলে ১৫, শিবমন গিল ১৫ বলে ১৩ ও পূজারা ২৫ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমসের।

এরপর বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানে মিলে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭১ রানে ফের উইকেট হারায় ভারত। ৩১ বলে ১৪ রান করে ফিরে যান কোহলি।এরপর ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাকে নিয়ে ব্যাট করতে থাকেন রাহানে। এই দুইজনের ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। তবে দলীয় ১৪২ রানে ৫১ বলে ৪৮ রান করে আউট হন জাদেজা।

জাদেজার বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন শ্রীকর ভারত। তবে এরপর শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান রাহানে। সপ্তম উইকেট জুটিতে ১০৯ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ২৬১ রানে আউট হন রাহানে। শতক থেকে ১১ রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় ভারত। শেষ ব্যাটার হিসেবে শামি আউট হলে ২৯৬ রানে অলআউট হয় ভারত।

শার্দুল ঠাকুর ১০৯ বলে ৫১ ও শামি ১১ বলে ১৩ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স নেন সর্বোচ্চ তিনটি উইকেট। আর স্টার্ক, বোল্যান্ড ও গ্রিণ নেন দুটি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App