ঈদের দিনে জিমে ব্যস্ত সময় পার জামালদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৮:১৮ পিএম

আগামী ১ জুলাই শনিবার বিকেল ৩ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে কুয়েতের মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯ টায় ভারতের বেঙ্গালুরুর রিসালদার পার্ক মাঠে ঈদের নামাজ আদায় করেন। বিকালে হোটেলে জিম সেশনে ব্যস্ত সময় পার করেন।
২০০৯ সালের পর ১৪ বছর পরে সাফ চ্যাম্পিয়ন এর সেমিফাইনালে উঠায় বেশ ফুরফুরে মেজাজে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আজ ঈদুল আজহার দিনে জামালরা অনুশীলন না করলেও আগামীকাল অনুশীলন করবেন।
এবার সাফ চ্যাম্পিয়নশিপে, লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে ৩-১ গোলে হারায়।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জামালরা ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।