ফের মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম

৪২ রানে অপরাজিত আছেন তাওহিদ হৃদয়
দুই দফা বৃষ্টির হানায় দীর্ঘ সময় বন্ধ ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফের মাঠে নেমেছে দুই দল।
বৃষ্টির কারণে খেলা বন্ধের আগে বাংলাদেমের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান। ৪২ রানে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয় এবং ৩ রানে অপরাজিত ছিলেন তাসকিন আহমেদ। এবার হৃদয়-তাসকিন জুটি বাংলাদেশের হয়ে ব্যাট হাতে মাঠে নেমেছে।
এর আগে বুধবার (৫ জুলাই) টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকেই টাইগার শিবিরে দুর্ভাগ্য ভর করে।
ধারাবাহিকভাবে পঞ্চম উইকেট হারানোর পর বাংলাদেশ দলের ত্রাতা হয়ে উঠেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করার পথেই ছিলেন তিনি।
তবে বৃষ্টি বিঘ্ন ঘটালে ৪২ রানের ইনিংসেই আটকে যান হৃদয়। বৃষ্টি থামার পর হৃদয়-তাসকিন জুটি ব্যাটিং শুরু করবে। ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল এবং লিটন দাস রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও ফজল হক ফারুকির করা ৭ম ওভারে মাত্র ৩০ রানেই ১ উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা। ২১ বলে ১৩ রান করে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক তামিম।
এরপর হাথুরুর অন্যতম ভরসাস্থল নাজমুল হোসেন শান্ত মাঠে আসলেও আলো ছড়াতে পারেননি। তিনিও রক্ষণধর্মী খেলার দিকে মনোযোগী হন। এরমধ্যে মুজিবের করা ১২তম ওভারে বিদায় নেন আরেক ওপেনার লিটন।
এরপর চারে নামা সাকিবের সঙ্গে বড় জুটি গড়ার সম্ভাবনা জাগিয়ে সাজঘরে ফিরে যান শান্তও। এরমধ্যে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ম্যাচ সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৮৪ রানের সংগ্রহ গড়ে। বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর দলের হাল ধরে সাকিব-হৃদয় জুটি।
তবে আফগান বোলারদের তোপের মুখে থিতু হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসান। ৩৮ বলে ১৫ রানের ইনিংস খেলে তিনি আজমতউল্লাহ উমরজাইয়ের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন।
এরপর মুশফিকুর রহিম খেলেন ৩ বলে ১ রানের ইনিংস, আফিফ ৪ রানে এবং মেহেদী হাসান মিরাজ ৫ রানে আউট হন।