×

খেলা

নেইমারকে চায় এমএলএস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০১:২৫ পিএম

   

এমএলএসের ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসিতে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র। সিটি ফুটবল ক্লাবের অধীনে থাকা এই দলটি ব্রাজিলিয়ান এই ফুটবলারকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো।

স্প্যানিশ পত্রিকাটির দাবি, এখন পর্যন্ত নেইমারকে দলে ভেড়ানোর জন্য আনুষ্ঠানিক কোন বিবৃতি বা বিড করেনি দলটি। তবে, খুব শীঘ্রই তাদের পক্ষ থেকে আলোচনা শুরু হতে পারে।

তবে নেইমার নিজে এমএলএস এর কোন দলে নাম লেখাতে চান কিনা তা নিয়ে আছে সংশয়। বর্তমানে প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তিবদ্ধ আছেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০২৫ পর্যন্ত আছে সেই চুক্তির মেয়াদ। যদিও চলতি মৌসুমের শেষেই নেইমারের দল ছাড়ার গুঞ্জন আরও একবার চড়া হয়েছে। সেই তালিকায় আছে চেলসি আর বার্সেলোনার নামও।

নেইমারের আগে নিউইয়র্ক সিটির হয়ে খেলেছেন ডেভিড ভিয়া, আন্দ্রেয়া পিরলো এবং ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মত তারকারা। এই ক্লাবে নাম লেখানোর সুবাদে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলার সুযোগও পেতে পারেন ব্রাজিলের এই সুপারস্টার।

মূলত লিওনেল মেসি এমএলএসে যাবার পর থেকেই তার সাবেক সতীর্থদের এই লিগে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এরইমাঝে মেসিরই ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তার দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও বুসকেতস।

ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই সেই দলে নাম লেখাবেন আরেক তারকা জর্দি আলবা। মার্কিন গণমাধ্যম 'মায়ামি হেরাল্ড' জানিয়েছে, লেফট-ব্যাক জর্দি আলবা কিছুদিনের মধ্যে ইন্টার মায়ামিতে যোগ দেবেন। ২৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরও করে ফেলেছেন বলে দাবি তাদের।

এমনকি ৩৯ বছর বয়েসী আন্দ্রেস ইনিয়েস্তাও ইন্টার মায়ামিতে যেতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে। আরেক স্প্যানিশ তারকা সার্জিও রামোসকে নিয়েও শুরু হয়েছে দলবদলের আলাপন। মেসির আরও কজন সতীর্থের মতো তারও ঠিকানা হতে পারে সেই ইন্টার মায়ামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App