×

খেলা

সোয়াটেককে হারিয়ে সেমিতে সেভিতোলিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম

সোয়াটেককে হারিয়ে সেমিতে সেভিতোলিনা

সেভিতোলিনা ও ওন্স জাবেউর

   

উইম্বল্ডন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইলিনা রেবাকিনাকে ৬-৭(৫-৭), ৬-৪, ৬-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ওন্স জাবেউর। সেমিতে তার প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। শেষ আটের আরেক লড়াইয়ে নারীদের প্রথম বাছাই ইগা সোয়াটেককে ৭-৫, ৬-৭, ৬-২ সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছেন ইউক্রেনের ইলিনা সেভিতোলিনা।

অপরদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিইসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। বুধবার ঘাসের কোর্টে বেলারুশের এই টেনিস তারকা ২৫তম বাছাই ম্যাডিসনকে হারান। অপরদিকে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে রাশিয়ার আন্দ্রে রুভলেভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সার্বীয় টেনিস তারকা নোভাক জকোভিচ। সেমিতে ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জকোভিচের প্রতিপক্ষ অষ্টম বাছাই জ্যানিক সিনার। তিনিও সেমিতে ওঠার পথে হারিয়েছেন আরেক রুশ রোমান সাফিউলিনকে।

নারী এককের প্রথম কোয়ার্টারে সোয়াটেক অবশ্য শুরুটা ভালোই করেন। প্রথম সেটে একটা সময় এগিয়ে যান তিনি ৫-৪ গেমে। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৭ এ সেট জিতে নেন এলিনা। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে গড়ানোর পর বাছাই সোয়াটেক ম্যাচে সমতা ফেরান। কিন্তু তৃতীয় সেটে একেবারেই পাত্তা পাননি সবশেষ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সোয়াটেক। তাকে ৬-২ সেটে উড়িয়ে জয়ের উল্লাসে ভাসেন ইলিনা। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে ২৮ বছর বয়সের এলিনা মুখোমুখি হবেন মার্কেতা ভন্দ্রোসোভার। চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে ৬-৪, ২-৬ ও ৬-৪ গেমে হারিয়ে আবারো চমক দেখান ২০১৯ ফরাসি ওপেনের রানারআপ ভন্দ্রোসোভা।

বুধবার তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় বাছাই জিতেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এই তারকা সরাসরি সেটে ৬-২, ৬-৪ এ হারান মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিইসকে। সাবালেঙ্কার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি প্রথমবারের মতো সেমিতে ওঠা ম্যাডিসন। প্রথম সেটে ৬-২ এ হারার পর, দ্বিতীয় সেটে ২-৩ এ এগিয়ে লড়াইয়ের আভাস দিচ্ছিলেন এই মার্কিনী। কিন্তু আবারো প্রতিরোধ গড়ে তুলে ৬-৪ এ সেট জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন সাবালেঙ্কা।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নারী শীর্ষ বাছাই ইগা সোয়াটেকের হেরে যাওয়ার পর সেন্টার কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। রুশ প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভের কাছে প্রথম সেট হেরেই শুরু করেন তিনি। সপ্তম বাছাই রুবলেভে শুরুটা দাপুটে করেছিলেন। দেখে মনে হচ্ছিল জোকোভিচকে কোর্টে দাঁড়াতেই দেবেন না। কিন্তু দ্বিতীয় সেটেই দারুণভাবে ফিরে আসেন জকোভিচ। পরপর পাঁচটি গেম জিতে ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রুশ প্রতিপক্ষ রুবলেভকে ২৮ মিনিট খরচ করে ৬-১ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান জোকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেটেও ৬-৪ জয় তুলে নেন জকোভিচ। এই সেটে হারলেও চাপের মুখে সেটের শেষ গেমে একাধিক ভুল করা জোকোভিচকে আটকাতে পারেননি রুবলেভ। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর চতুর্থ সেটেও ভালো শুরু করেন জকোভিচ। তৃতীয় গেমে রুবলেভের সার্ভিস ভেঙে এগিয়ে যান। প্রতিপক্ষকে ক্লান্ত করে দেয়ার জন্য তাকে কোর্টের একদিক থেকে অন্যদিকে ছুটতে বাধ্য করছিলেন তিনি। চেষ্টা করলেন রুবলেভের পাওয়ার টেনিসের ছন্দ নষ্ট করে দেয়ার। এগিয়ে যাওয়ায় ঠাণ্ডা মাথায় নিজের সার্ভিস ধরে রাখলেন জোকোভিচ। তাতেই এলো জয়, সামনে ২৪তম গ্র্যান্ডস্ল্যামের হাতছানি। শুরুটা যতটা কঠিন মনে হচ্ছিল তার থেকেও সহজে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ম্যাচ জিতে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। এখন জকোভিচের যে কোনো অর্জন মানেই ইতিহাস। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো উইম্বলডনের সেমিতে উঠলেন তিনি। কোয়ার্টার ফাইনাল জেতার পর সার্বিয়ান এই তারকা বলেন, ‘আমি জানি, সবাই খুব করেই আমাকে হারাতে চায়। তবে এখন পর্যন্ত সেটি হয়নি।’ এবার উইম্বলডনে জিতলে এটি হবে জকোভিচের অষ্টম উইম্বলডন শিরোপা। নিজের ২৪ তম গ্র্যান্ডস্ল্যামের পাশাপাশি ভাগ বসাবেন ফেদেরারের ৮টি উইম্বলডনের সবচেয়ে বড় রেকর্ডে। তবে সেমিতে তার লড়াই আরো কঠিন হতে চলেছে। আজ সেমিতে তার প্রতিপক্ষ ইতালির ২১ বছর বয়সি তারকা জ্যানিক সিনার। শেষ আটের লড়াইয়ে সিনার হারিয়েছেন অবাছাই রোমান সাফিউলিনকে ৬-৪. ৩-৬, ৬-২, ৬-২ সেটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App