×

খেলা

ইনজেকশন নিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১০:৫৬ এএম

ইনজেকশন নিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম

ছবি: সংগৃহীত

   

বেশ কয়েকদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেন তিনি। শুরুতে অস্ত্রপাচার করানো সম্ভাবনা থাকলেও এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে চান না এই বাঁহাতি ওপেনার। তাই সাময়িক ব্যাথা কমানোর জন্য আবারো ইনজেকশন নিলেন তিনি।

টাইগার অধিনায়ক তামিমকে গত বৃহস্পতিবার লন্ডনে এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পিঠের নিচের দিকের ক্ষতিগ্রস্ত হওয়া দুই ডিস্ক ঘিরে তিন থেকে চারটি ইনজেকশন দেয়া হয়েছে। একদিনের বিশ্রামের পর ইনজেকশনের প্রতিক্রিয়া বোঝার জন্য আবার তাকে হাসপাতালে যেতে হবে। ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের পর চিকিৎসকের পরামর্শে ৩৪ বছর বয়সি এই ক্রিকেটারের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তামিমের ইনজেকশনগুলো দেয়ার সময় সেখানে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি সেখানে উপস্থিত ছিলেন। তিনি জানান, ‘এই ইনজেকশনগুলো সাধারণত স্নায়ুকে নিস্তেজ করে রাখে একটি নির্দিষ্ট সময়। তবে ঠিক কতদিন এর কার্যকারিতা থাকবে তা চিকিৎসকরাও বলতে পারেন না। ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে শুরু করে ৪-৫ মাস পর্যন্ত থাকে। অনেকের ক্ষেত্রে আবার এক মাসের মধ্যেও ব্যথা ফিরে আসে।’ তিনি আরো বলেন, ‘তামিম আগের দফায় এই ইনজেকশন নিয়ে তিন মাসের মতো সময় প্রায় নির্বিঘ্নে খেলা চালিতে যেতে পেরেছিলেন।’

ইনজেকশন ঠিকঠাক কাজ করতে শুরু করলে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে ওয়ানডে অধিনায়ক তামিমকে। এরপর ধীরে ধীরে তিনি ফিটনেস ট্রেনিংসহ অনুশীলন শুরু করতে পারবেন। ইনজেকশন কাজ করলেও তামিমের আসল চ্যালেঞ্জ হবে মূলত অনুশীলন শুরুর পরই। তাই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপে অনুশীলনে যোগ দেয়ার কোনো সম্ভাবনাই নেই তামিমের। এদিকে যদি আবার ব্যথা ফিরে আসে, আরেক ধাপে ইনজেকশন নেয়ার সুযোগ থাকবে তামিমের। তাতেও কাজ না হলে অস্ত্রোপচার ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। সে ক্ষেত্রে তিন চার মাসের মতো সময় মাঠের বাইরেই থাকতে হবে তাকে।

এই ব্যথা তামিমকে ভোগাচ্ছে গত নভেম্বর থেকে। ভারতের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর ড্রেসিং রুমে গিয়ে তিনি অনুভব করেন এটির অস্তিত্ব। ওই সিরিজে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপর মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ও মে মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেন টানা। ইংল্যান্ড সফরের সময় গিয়ে দুজন বিশেষজ্ঞ দেখিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক। তখন তার পিঠের নিচের অংশে স্ক্যান করানো হয়েছিল। বিসিবির মেডিকেল বিভাগ থেকে তখন বলা হয়েছিল, স্ক্যানে কিছু ধরা পড়েনি। পরে সেই স্ক্যান রিপোর্ট দেখেই পরে ইংল্যান্ডের বিশেষজ্ঞ টনি হ্যামন্ড নিশ্চিত করেন যে, এই ব্যাটসম্যানের পিঠের নিচের অংশের ডিস্কে কিছুটা ক্ষয় ধরেছে। এবার লন্ডনে সেটিই আরেক দফায় নিশ্চিত হওয়ার পর তাকে ইনজেকশন দেয়া হলো। আগামী মাসের শেষদিকে শুরু হবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই দুই টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আগামীকাল থেকেই ঢাকাতেই শুরু হওয়ার কথা রয়েছে এশিয়া ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। এরপর সিলেট ও চট্টগ্রামেও অনুশীলন করতে পারে টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App