×

খেলা

এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে অধিনায়ক লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম

এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে অধিনায়ক লিটন

তামিমের সঙ্গে লিটন কুমার দাস। ফাইল ছবি

   

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত জানান বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এরপর তিনি অবসর তুলে নেয়ার ঘোষণা দিলেও মাঠে ঘটেনি তার প্রত্যাবর্তন। পিঠের চোটের কারণে তিনি দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে আছেন। আসন্ন এশিয়া কাপেও তার খেলতে পারার সম্ভাবনা ঝুলে আছে ফিটনেসের ওপর। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বের্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসারও কথা রয়েছে তার, যা হবে আজ বা কাল। তিনি আসন্ন ম্যাচগুলোতে খেলতে না পারলে তার স্থলে অধিনায়কত্ব করবেন লিটন দাস, বুধবার এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমের মুখোমুখি পাপন জানান, আমরা শতভাগ নিশ্চিত, এখন পর্যন্ত আমাদের অধিনায়ক তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, তামিম কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখন পর্যন্ত জানি না। সে ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবম্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এসব না জেনে কিছু মন্তব্য করা কঠিন।

তামিম মাঠে ফিরতে না পারলে কে অধিনায়ক হবে এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে। এখানে লিটনের নাম সরাসরি না নেয়া হলেও স্পষ্টভাবেই তার অধিনায়ক হওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।

এরপর তামিমের পরিকল্পনা সম্পর্কে জানা গুরুত্বপূর্ন জানিয়ে তিনি বলেন, সবার আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।

সবশেষে পাপনের কাছে এশিয়া কাপের দল ঘোষণা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি বলছি যে, কোচ ও অধিনায়ক দুইজনের মতামত নিয়ে এরপর স্কোয়াড ঘোষণা করো। একটা পাঠিয়ে দিলে এরপর এটা নিয়ে কোচ বলবে, এটা হলো কেন বা অধিনায়ক বলবে এটা হলো না কেন। যাই হোক, একবারে সবার সঙ্গে কথা বলে স্কোয়াড ঘোষণা করে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App