লন্ডনে ইনজেকশন নিয়ে অপেক্ষায় তামিম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০২:৫২ পিএম

লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জাতিয় দলের তারকা ক্রিকেটর তামিম ইকবালের পিঠের নিচের দিকের দুটি অংশে ইনজেকশন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার কথা রয়েছে।
ইনজেকশনের প্রতিক্রিয়া বোঝার জন্য শুক্রবার দুপুরে আবার তাকে হাসপাতালে যেতে হবে।
তার শরীর যেভাবে সাড়া দেবে, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানাবেন চিকিৎসক।
লন্ডনে মঙ্গলবার (১৫ আগস্ট) তামিমের এমআরআই করানোর পর ইনজেকশন নেয়ার পর এই সিদ্ধান্ত হয়।
বিসিবি সূত্রে জানা যায়, ৩৪ বছর বয়সী এ ক্রিকেটারের ক্ষতিগ্রস্ত হওয়া দুই ডিস্ক ঘিরে তিন থেকে চারটি ইনজেকশন দেয়া হয়েছে।
ইনজেকশন ঠিকঠাক কাজ করতে শুরু করলে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তামিমকে। এরপর শুরু হবে আসল চ্যালেঞ্জ। অনুশীলন শুরুর পর যদি আবার ব্যথা ফিরে আসে, আরেক ধাপে ইনজেকশন নেয়ার সুযোগ থাকবে। তাতেও কাজ না হলে শেষ উপায় অস্ত্রোপচার।