মেসির ম্যাজিকে চ্যাম্পিয়ন মায়ামি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:১১ এএম


লিগস কাপের ফাইনালে রবিবার (২০ আগস্ট) সকালে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও নাশভিল।
এই ম্যাচে মায়ামিকে জিতিয়ে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ম্যাচটির ২৩ মিনিটেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
দলকে লিড এনে দেন লিওনেল মেসি। ম্যাচটিতে প্রথম থেকেই মায়ামিকে চাপে রাখার চেষ্টা করেছিল নাশভিল। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগও নষ্ট করেছিল তারা।জবাবে মায়ামির কয়েকটি দুর্বল আক্রমণ দেখা গেছে।
তবে বিশ্বকাপজয়ী তারকা যেখানে রয়েছেন, সেখানে ম্যাচের গতিপথ মুহূর্তেই বদলে যাবে এটাই স্বাভাবিক, আর এদিন সেটাই হয়েছে। খেলার ২৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে নাশভিলের জালে বল জড়িয়ে দেন লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির গোলের ফুল ফুটছে। এই ম্যাচেও দুর্দান্ত একটি গোল করেছেন মেসি। ফুটবলের জাদুকর এই নিয়ে ৭ ম্যাচে ১০টি গোল করেছেন। কেমন ছিল মেসির এদিনের গোলটি?
নাশভিলের এক ডিফেন্ডারের কাছ থেকে আসা বল মেসি পেয়ে যান বক্সের বাইরে। বক্সের ডান পাশে পাওয়া বল নিয়ে বাঁ দিকে এগিয়ে যান তিনি।
নাশভিলের দুইজন খেলোয়াড়কে শরীরের ঝাঁকুনিতে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের গতিময় শটে গোলটি করেন লিওনেল মেসি। ফাইনাল ম্যাচে এই গোল করার সঙ্গে সঙ্গে ইন্টার মায়ামিতে মেসির গোলসংখ্যাা দাঁড়াল ১০টি।
সেই সঙ্গে পরপর সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন এলএমটেন। মেসির এমন ম্যাজিক পারফরমেন্সে বুঁদ হয়ে রয়েছে গোটা ফুটবল দুনিয়া। আর যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে ফুটবলের নবজোয়ার। এ দিনের ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নাশভিল।
শেষ পর্যন্ত তারা সফলও হয়। কর্নার থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ফাফা পিকাল্ট। আর তাতেই খেলায় সমতায় ফেরে নাশভিল। এরপরে দু দল জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ১০-৯ গোলের ব্যবধানে শেষ পর্যন্ত জেতে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রে নিজের বিজয় ডঙ্কা বাজিয়ে দিলেন লিওনেল মেসি। এদিন টাইব্রেকারেও একটি গোল করলেন মেসি।
এলএমটেনের আগমনে যে ইন্টার মায়ামির ছবিটাই বদলে গিয়েছে সেটি এদিন স্পষ্ট হয়ে গেল। তবে এদিনের ম্যাচের আর এক নায়ক হলেন ইন্টার মায়ামির গোলরক্ষক। শেষ শটটি বাঁচানোর জন্যই এদিন চ্যাম্পিয়ন হয়েছে মেসির মায়ামি।
