আফ্রিদির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড রোহিত-কোহলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

ছবি: ইন্টারনেট
টসে জিতে ব্যাট করতে নামে ইন্ডিয়া , দারুন ভাবেই শুরু করে। তবে বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ ছিলো ভারত-পাকিস্তান ম্যাচ। তবে স্বস্তির খবর, বেশিক্ষণ খেলা বন্ধ থাকেনি। বৃষ্টির আগে ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছিল ভারত।
বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে গেছেন অধিনায়ক রোহিত (২২ বলে ১১)। ১৫ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।
পরের ওভারে আফ্রিদির আরেকটি দুর্দান্ত ডেলিভারি। এবার ইনসাইডেজ হয়ে বোল্ড কোহলি (৭ বলে ৪)।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। বিরাট কোহলি ৪ আর শুভমান গিল শূন্য রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। দেখেশুনে শুরু করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। কিন্তু জুটিটা বড় হলো না।