ভারত-শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হলে কী হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

ছবি-ইন্টারনেট
এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। কিন্তু বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া বার্তা অনুযায়ী, মঙ্গলবার কলম্বোতে সকালে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ এবং সন্ধ্যায় ৫৫ শতাংশ। এর ফলে নির্ধারিত সময়ে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি শুরু নাও হতে পারে।
এর আগে এবার এশিয়া কাপে বৃষ্টির কারণে একাধিক বাধা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সুপারে ফোরে ভারত ও পাকিস্তানের ম্যাচ রিজার্ভ ডেতেও গড়িয়েছে। তবে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে রিজার্ভ ডে নেই।
আয়োজকরা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছিলেন। বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার সুপার ফোরের ম্যাচ না হলে দু'দলই সমান পয়েন্ট পাবে।
এদিকে, সোমবার পাকিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে রান রেটের হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। আর শ্রীলঙ্কা রয়েছে দুই নম্বরে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে এবং সুপারে ফোরে দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
ফাইনালের দৌড়ে তাদের সুযোগ খুব কম। আজ দুই দলের মধ্যে যে জিতবে সেই দলই ফাইনালে উঠে যাবে।