×

খেলা

আজমতউল্লাহর ব্যাটে আফগানদের লড়াকু পূঁজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

আজমতউল্লাহর ব্যাটে আফগানদের লড়াকু পূঁজি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ শুক্রবার (১০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৭ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই -ইন্টারনেট

   

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। শুক্রবার (১০ নভেম্বর) সেমিতে যাওয়ার অসম্ভব লক্ষ্য নিয়ে মাঠে নামা আফগানরা টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ৯৭ রান করে অপরাজিত থাকেন। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন জেরাল্ড কোয়েটজে।

আহমেদাবাদে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল আফগানরা। কোন উইকেট না হারিয়েই ৮ ওভারে ৪১ রান তুলে ফেলে তারা। তবে নবম ওভারে কেশব মহারাজের করা প্রথম বলেই ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন রহমানউল্লাহ গুরবাজ। পরের ওভারের তৃতীয় বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে হারায় আফগানরা। দুই ওপেনারের ব্যাট থেকে আসে যথাক্রমে ২২ ও ১৫ রান। দশম ওভারে আবারও আঘাত হানেন মহারাজ। ফেরান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীকে। ৪৩ রানেই তিন উইকেট হারানো আফগানদের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাই। কিন্তু ব্যক্তিগত ২৬ রানের মাথায় লুঙ্গি এনগিডির বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে বসেন রহমত।

এরপর দ্রুত ফিরে যান ইকরাম আলিখিল ও মোহাম্মদ নবীও। তবে প্রথমে রশিদ ও পরে নুর মোহাম্মদের সঙ্গে জুটি বেধে রানের চাকা সচল রাখেন ওমরজাই। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে অর্ধশতকও। তবে সেঞ্চুরি থেকে মাত্র তিন রানের আক্ষেপে পড়েন এই ডানহাতি ব্যাটার। শেষপর্যন্ত আফগানদের ইনিংস থামে ২৪৪ রানে। কোয়েটজের ৪ উইকেট ছাড়াও কেশব মহারাজ ও এনগিডি দুটি করে উইকেট পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App