×

খেলা

পাকিস্তানকে ৩৩৮ রানের টার্গেট দিল ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

পাকিস্তানকে ৩৩৮ রানের টার্গেট দিল ইংল্যান্ড

কলকাতায় আজ (১১ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ব্যক্তিগত ৮৪ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান বেন স্টোকস -ইন্টারনেট

   

এবারের ভারত বিশ্বকাপে লিগপর্বের শেষ ম্যাচে আজ শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয় পাকিস্তান এবং ইংল্যান্ড। সেমিফাইনাল লড়াইয়ে অনেক আগেই ছিটকে পড়েছে ইংল্যান্ড। পাকিস্তান শেষ পর্যন্ত টিকে থাকলেও তা শুধুই ছিল কাগজে কলমে। সেমিফাইনালে যেতে হলে যে ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হত তা অসম্ভব ছাড়া কিছু নয়। তাই নিয়মরক্ষার এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে রুট বেয়ারস্টো এবং স্টোকসের হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন বেন স্টোকস। পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি করে এবং ইফতিখার আহমেদ এক উইকেট তুলেন।

কলকাতায় ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান এবং জনি বেয়ারস্টোর কল্যানে দুর্দান্ত শুরু পায় তারা। দুজনে মিলে প্রথম পাওয়ার প্লে-তে রান তুলেন ৭২ রান যা এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম দশ ওভারে তোলা সর্বোচ্চ রান। ১৪ তম ওভারে দলীয় ৮২ রানে ইফতিখারের বলে কট বিহাইন্ডের শিকার হয়ে আউট হন মালান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ রান। ১৯ তম ওভারে হ্যারিস রউফের বলে সালমান আগার হাতে তালুবন্দি হন বেয়ারস্টো। তার ইনিংস থামে ৫৯ রানে। এবারের বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধশতক। তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়ে তোলেন রুট এবং স্টোকস। এবারের বিশ্বকাপে রুট পান নিজের তৃতীয় এবং স্টোকস পান নিজের দ্বিতীয় অর্ধশতক। ৪১ তম ওভারে স্টোকসকে এবং ৪৩ তম ওভারে রুটকে আউট করেন শাহিন আফ্রিদি। স্টোকসের ব্যাট থেকে আসে ৮৪ রান। এবং রুট করেন ৬০ রান। দলীয় ৩০২ রানে আউট হন ব্যাক্তিগত ৩০ রান করা ব্রুক। অধিনায়ক বাটলার করেন ১৮ বলে ২৭। তিনি রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App