×

খেলা

ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে দর্শক, বিশ্বকাপ ফাইনালে যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে দর্শক, বিশ্বকাপ ফাইনালে যা ঘটলো

ছবি: সংগৃহীত

   
ভারত বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মধ্যেই দেখা গেল এক অন্যরকম ঘটনা। রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল চলাকালে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। সেই দর্শকের টি-শার্টের সামনের অংশে লেখা ছিল ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করুন। আর পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সময়ক্ষেপণ না করে তার পেছনে ছোটেন নিরাপত্তাকর্মীরা। ওই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তারা। ভারতের ইনিংস চলাকালীন ১৪তম ওভারে ঘটে ঘটল ঘটনাটি। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির সময় মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। যদিও সম্প্রচারে ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এ দৃশ্য। এর আগে চলতি আসরে কোলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন একদল দর্শক গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রবেশ করেছিলেন। বিষয়টি ক্রিকেট পরিচালনা সংস্থা আইসিসির নজরে আসতেই কয়েকজন এসে দর্শকদের কাছে থাকা ফিলিস্তিনের পতাকা কেঁড়ে নেয়। পরবর্তীতে কোলকাতার মাইদান থানা পুলিশ এই ঘটনার জেরে ৪ জনকে গ্রেপ্তার করে। পরে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় যে, ঐ ৪ জনকে জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ফাইনালকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে আহমেদাবাদ রাজ্য পুলিশ। জানা গেছে, স্টেডিয়ামের মধ্যে দায়িত্ব পালন করছেন তিন হাজারের ওপর পুলিশ সদস্য। এর পরেও এমন ঘটনা স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছর পর ফে ফাইনালে ভারত। ২০০৩ সালের মতো এবারও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন এবং অষ্টমবার ফাইনালে খেলছে। তারা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App