
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৫:২১ এএম
আরো পড়ুন
ডোপ পরীক্ষায় ব্যর্থ ভারতীয় ক্রিকেটার

কাগজ অনলাইন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ০৮:৩৪ পিএম
ডোপ পরীক্ষায় ধরা পড়লেন ভারতীয় এক ক্রিকেটার। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াড়া) এ তথ্য প্রকাশ করেছ।
বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় বোর্ড মোট ১৫৩ জন ক্রিকেটারকে ডোপ টেস্ট করাতে পাঠিয়েছিল ২০১৬ সালে। স্বীকৃত সেই ১৫৩ জন ক্রিকেটারের মধ্যে একজন ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার প্রদীপ সাংওয়ান ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন প্রদীপ খেলেছিলেন, সেবার আইপিএল চলাকালীন ধরা পড়েন। প্রদীপের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ডোপ পরীক্ষায় ধরা পড়লেন ভারতীয় এক ক্রিকেটার। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াড়া) এ তথ্য প্রকাশ করেছ।
বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় বোর্ড মোট ১৫৩ জন ক্রিকেটারকে ডোপ টেস্ট করাতে পাঠিয়েছিল ২০১৬ সালে। স্বীকৃত সেই ১৫৩ জন ক্রিকেটারের মধ্যে একজন ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার প্রদীপ সাংওয়ান ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন প্রদীপ খেলেছিলেন, সেবার আইপিএল চলাকালীন ধরা পড়েন। প্রদীপের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।