চোট পেয়ে ছিটকে গেলেন সার্জিও রোমারো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০১৮, ০৩:১২ পিএম

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৫ দিন। বিশ্বকাপের আসরের পর্দা উঠার আগেই ফেভারিট দলগুলোতে দেখা দিচ্ছে চোটের আশঙ্কা। কেউ ছিটকে যাচ্ছেন বিশ্বকাপের ২৩ সদস্যের স্কোয়াড থেকে । তা নিয়ে চিন্তিত দলের কোচ। বিশ্বকাপের ২৩ সদস্যের দল ঘোষণার পর দলের দ্বিতীয় অনুশীলনের দিন চোট পেয়ে দলের সেরা গোল রক্ষক সার্জিও রোমারো ছিটকে যান বিশ্বকাপ থেকে । গতকাল হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ছিটকে যান মিডফিল্ডার লানজিনি। এর কয়েক ঘন্টা পর মেসি-হিগুয়েনদের শিবিরে আসে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার শঙ্কা দলের আরকে মিডফিল্ডার এভার বানেগাকে নিয়েও।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে, অনুশীলনের সময় কাফ মাসলে চোট পেয়েছেন বানেগা। শুরুতে গুরুত্ব না দিলেও ২৯ বছর বয়সী মিডফিল্ডারের চোট এখন আর্জেন্টাইন শিবিরের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বানেগার চোট মারাত্মক কিনা এই বিষয়ে এখনো পরিস্কার করে কিছু বলেনি আর্জেন্টিনা। দলটির টিম ম্যানেজমেন্ট সময় নিচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের আগে। তবে শুরুতে লুকোছাপা করলেও বানেগার চোটের খবর ফাঁস হয়ে গেছে দাবি মুন্ডোর। তাদের দাবি, বানেগার বিকল্প খোঁজাও শুরু করেছেন আর্জেন্টাইন কোচ। এনজো পেরেজ, লিওনার্দো পারাদেস কিংবা গুইডো পিজ্জারো ঢুকতে পারেন ২৩ জনের দলে; বানেগা-লানজিনির বিকল্প হয়ে।