রাতে পানামার মুখোমুখি বেলজিয়াম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৩:০৪ পিএম

বিশ্বকাপ শুরু হওয়ার চারদিন পরই আজ সোমবার শুরু হচ্ছে গ্রুপ-জি এর ম্যাচ। দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামছে পানামা ও বেলজিয়াম। বেলজিয়াম বরাবরের মতই বিশ্বকাপের শক্তিশালী দল। তবে এটাই বিশ্ব চ্যাম্পিয়নদের আসরে পানামার অভিষেক ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় সোচিতে শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ এবার অনেকটাই ফেভারিটদের বধ্যভূমিতে পরিণত হয়েছে। ফ্রান্স বাদে সব বড় দলই তাদের প্রথম ম্যাচে ড্র করেছে। হেরেছে জার্মানি। আরেক নতুন দল আইসল্যান্ড তাদের প্রথম ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনার বিপক্ষে। এমন পারফরম্যান্স বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা পানামাকে আত্মবিশ্বাস জোগাবে।
তবে বেলজিয়ামের বিপক্ষে সফল হওয়া মোটেও সহজ হবে না। প্রায় সব পজিশনের একাধিক তারকা খেলোয়াড় নিয়ে দলটি এসেছে রাশিয়ায়। গতবারের কোয়ার্টার ফাইনালে খেলা দলটি চাইবে এবার আরো ভাল কিছু করতে। তাই তাদের লক্ষ্য থাকবে পানামাকে হারিয়ে ভালভাবে শুরু করা।
সাম্প্রতিক পারফরম্যান্সেও বেলজিয়াম অনেক এগিয়ে আছে পানামার চেয়ে। সর্বশেষ ৬ ম্যাচের ৪টিতে জয়, বাকি ২টিতে ড্র। এই ম্যাচগুলোয় মোট ১৫ গোল করেছে 'লে দিয়াব্লো হ্রুজ'রা। অন্যদিকে পানামা তাদের শেষ ছয় ম্যাচের ৩টিতেই হেরেছে। এই দুই দল কখনই মুখোমুখি হয়নি।