×

খেলা

আফগানদের কাছে সিরিজ হারল বাংলাদেশের যুবারা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ০৬:৩৬ পিএম

   

আগের দুই ম্যাচের মতো একশর নিচে গুটিয়ে যাওয়ার বিব্রতকর অভিজ্ঞতা হয়নি এবার। তবে আবারও ঠিকই পেতে হয়েছে পরাজয়ের তেতো স্বাদ। দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তৌহিদ হৃদয়। পাননি কোনো সঙ্গী। হেরেছে দল। বালাংদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

যুব ওয়ানডেতে সিরিজের পঞ্চম ম্যাচে সিলেটে বাংলাদেশকে ৩৩ হারিয়েছে আফগানিস্তান। ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ।

আফগানদের ২৩৯ রান তাড়ায় বাংলাদেশ অলআউট ২০৬ রানে। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দুশ ছাড়াতে পারে তৌহিদ হৃদয়ের ৯৩ রানের ইনিংসে।

প্রথম ম্যাচে বাংলাদেশের ১৪৫ রানের জয়টিকেই এখন মনে হচ্ছে অঘটন। দ্বিতীয় ম্যাচে ছিল বৃষ্টি। পরের তিনটি ম্যাচেই হারল বাংলাদেশের যুবারা।

পেসারদের দাপটের সিরিজে শেষ ম্যাচে কিছুটা হেসেছে ব্যাটসম্যানরা। আরও নির্দিষ্ট করে বললে আফগান ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে ইব্রাহিম জাদরান খেলেছেন দারুণ ইনিংস। শেষ দিকে ছক্কার ঝড় তুলেছেন দাওয়াইশ আব্দুল রসুল ও কায়িস আহমাদ কামাওয়াল।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুতে টেনেছেন ইব্রাহিম। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মাঝে কেবল তিনিই পেয়েছেন রান। ৮ চার ও ২ ছক্কায় করেছেন ১০৭ বলে ৮৩।

নাঈম হাসানের অফ স্পিনে আউট হয়ে ইব্রাহিম যখন ফিরছেন, তখন ৩৬ ওভার শেষে আফগানদের রান মাত্র ১১৫। কে জানত, এরপরই অপেক্ষায় আফগান তাণ্ডব!

৮ ছক্কায় ৪৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রসুল। আটে নেমে চার ছক্কায় ১১ বলে অপরাজিত ২৮ কায়িস।

রান তাড়ায় আবারও ব্যর্থ বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। গড়ে ওঠেনি তেমন কোনো জুটি। তিনে নেমে ২৮ রানে আউট হন অধিনায়ক সাইফ হাসান। ৮৭ রানে দল হারায় ৬ উইকেট।

এর পর ছিল ব্যবধান কমানোর চেষ্টা। লড়াই করছিলেন কেবল হৃদয়। ১৫৯ রানে দল হারায় নবম উইকেট।

হৃদয়ের দারুণ ব্যাটিংয়ে শেষ উইকেটে খেলা একটু জমিয়ে তোলে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হাসান মাহমুদের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন হৃদয়। শেষ পর্যন্ত তার বিদায়েই শেষ হয় ম্যাচ। ১০ চার ও ২ ছক্কায় করেছেন ১০৮ বলে ৯৩।

আগের ম্যাচে ৭ উইকেট নেওয়া মুজিব উর রহমান এবার নিয়েছেন দুটি। চার উইকেট নিয়ে মূল ঘাতক ওয়াফাদার মোমান্দ।

আগামী বছরের শুরুতে নিউ জিল্যান্ডে যুব বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্য এই সিরিজের পারফরম্যান্স বড় সতর্কবার্তা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৯/৬ (গুরবাজ ১, ইব্রাহিম ৮৩, তারিক ১৯, ইমরান ০, ওয়াদাত ৮, রসুল ৭৫*, ইকরাম ২১, কায়িস ২৮*; হাসান ১/৪১, অনিক ০/৩০, নাঈম ২/৩৮, আফিফ ১/৩৯, রাফসান ০/২২, সাইফ ১/৬৯)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৮.২ ওভারে ২০৬ (সজিব ১৮, নাঈম শেখ ১, সাইফ ২৮, হৃদয় ৯৩, আফিফ ০, মাহিদুল ০, রাফসান ৫, রাকিব ২৫, নাঈম ৩, অনিক ৭, হাসান ৩*; নাভিন ০/৪০, মুজিব ২/২৪, ওয়াফাদার ৪/৫২, কায়িস ৩/৩৫, ইমরান ০/২২, ইব্রাহিম ০/৭, তারিক ১/২২ )।

ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৩৩ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৩-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মুজিব উর রহমান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App