জ্বলে উঠলেন লিটন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬ পিএম

এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে ওপেনার হিসেবে একপ্রান্তে শান্ত-সৌম্যরা যেখানে ভালো করতে পারছিলেন না, সেখানে তাদের সঙ্গে তাল মিলিয়ে নিষ্প্রভ ছিলেন লিটন দাস নিজেও। তবে সময়মতোই জ্বলে উঠলেন উদীয়মান এ টাইগার ওপেনার। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দলকে সম্মানজনক স্কোর সংগ্রহ করে দিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমগুলোতে একটি বিষয়ই বারবার আলোচিত হচ্ছে- আর তা হলো বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং সমস্যা। এশিয়া কাপে ওপেনিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো করতে পারছিলেন না কেউই। আর লিটন দাসের গল্পটা তো পুরো ব্যর্থতায় ভরপুর। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুললেও নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেননি ২৩ বছর বয়সী এ টাইগার ওপেনার। এ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন মাত্র ৬ রান। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলেন মাত্র ৭ রানের ইনিংস। এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে মাত্র ১৩ রান করলে বেশ সমালোচিত হন লিটন। তবে পরের ম্যাচে আপন ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে সফলও হন। ওই ম্যাচে হাফসেঞ্চুরি করতে না পারলেও খেলেন ৪১ রানের ইনিংস। এদিন আফগানিস্তানের বিপক্ষে তার করা ৪১ রানের ইনিংস জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ খেলার জন্য অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ফের একবার ব্যর্থ হন লিটন দাস। করেন মাত্র ৬ রান। তবে দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠেছেন ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত লিটন দাস।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন চমক হিসেবে লিটনের সঙ্গে বাংলাদেশের হয়ে ওপেনিং করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম উইকেট পার্টনারশিপে দারুণ খেলতে থাকেন এ দুই তরুণ ক্রিকেটার। ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১২০ রানের ওপেনিং জুটি গড়েন তারা। মিরাজ ৩২ রান করে সাজঘরে ফিরলেও আপনতালে খেলতে থাকেন আরেক ওপেনার লিটন দাস।
ক্রিজে মিরাজ থাকা অবস্থাতেই ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। অর্ধশত রান তুলতে মাত্র ৩৩ বল খেলেছেন ২৩ বছর বয়সী এ টাইগার ওপেনার। তবে পঞ্চাশেই থেমে থাকেননি, তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। ৮৭ বলে ১১ চার এবং দুটি ছক্কায় তিনি তার শতরানের ইনিংসটি সাজিয়েছেন। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভিত্তি করে ২২২ রান সংগ্রহ করেছে টাইগাররা।