দায়িত্ব পালনে সচেষ্ট রুবেল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১০:৫০ এএম

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। এমন পারফরমেন্সের পেছনে মাশরাফির অসাধারণ নেতৃত্ব ও মোস্তাফিজের মহাকাব্যিক বোলিংয়ের অবদানের কথা উচ্চারিত হচ্ছে সবার মুখে। মাশরাফি-মোস্তাফিজের সাফল্যের আড়ালে চাপা পড়ে আছে বল হাতে পেসার রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ের ভূমিকা। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম রান দিয়েছেন রুবেল। ১০ ওভারে দিয়েছেন মাত্র ২৬ রান। যেখানে রয়েছে ২টি মেডেন ওভার। সে সঙ্গে ২টি মূল্যবান উইকেটও পেয়েছেন এই পেসার। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে রুবেল ওভারপ্রতি রান দিয়েছেন ২.৬০ করে। অল্প পুঁজি নিয়ে শেষ বল পর্যন্ত লড়াই করার পেছনে বড় অবদান রয়েছে রুবেলের এমন কিপ্টে বোলিংয়ের। শুধু এশিয়া কাপের ফাইনাল ম্যাচটিই নয়, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি ম্যাচেই নিজের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন দেশের সবচেয়ে দ্রুতগতির এই বোলার। রুবেলের বোলিংয়ে আগের চেয়ে বৈচিত্র্যতা যেমন এসেছে তেমনি বেড়েছে গতিও। এ ছাড়া ইয়র্কার ও বাউন্স দেয়াটাও এখন বেশ ভালোভাবে আয়ত্ত করেছেন রুবেল হোসেন। আর এসবের সমন্বয়ে মাশরাফি-মোস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে বল হাতে নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করে যাচ্ছেন তিনি।
এবারের এশিয়া কাপে রুবেল হোসেন মোট ৩৩ ওভার বল করে ১৩৫ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন। তবে উইকেটের সংখ্যার চেয়েও যেটি সবচেয়ে বেশি লক্ষণীয় তা হলো, তার কিপ্টে বোলিং। ওভারপ্রতি মাত্র ৪.০৯ রান করে দিয়েছেন এই টাইগার পেসার। রুবেল হোসেন বরাবরই কিছুটা খরুচে বোলার হিসেবে পরিচিত। সেই রুবেলের এমন বোলিং মুগ্ধ করেছে সবাইকে। শুধু তাই নয়, স্লগ ওভারে রুবেল লাইন-লেংথটা ধরে রাখতে পারেন না, নিয়ন্ত্রণহীন বোলিং করেন, প্রচুর রান দেন- এমন কিছু ধারণা টাইগার সমর্থকদের মধ্যে প্রচলিত রয়েছে। কিন্তু এবারের এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই স্লগ ওভারে দারুণ বোলিং করেছেন রুবেল।
শুধু এশিয়া কাপেই নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ২৪ ওভার বোলিং করে ১৪৭ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১০ ওভার বোলিং করে ৭৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট, যা প্রমাণ করে বল হাতে নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করছেন রুবেল। বাংলাদেশ ক্রিকেটে রুবেলের পথচলা শুরু ২০০৯ সালে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত খেলেন তিনি। এখন পর্যন্ত ২৬টি টেস্টে ৩৩ উইকেট, ৯৩টি ওয়ানডেতে ১১৮ উইকেট এবং ২৭টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট পেয়েছেন এই টাইগার পেসার। শুরুর তুলনায় রুবেল হোসেন এখন অনেক বেশি পরিণত। অবশ্য পরিণত হওয়াটাই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটে যে তার পথচলা প্রায় ১০ বছরের। দেশের সবচেয়ে দ্রুতগতির এই বোলার আরো বেশি পরিণত হবেন, নিজের দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হবেন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো অনেক সাফল্য পাবেন- এমনই প্রত্যাশা প্রতিটি টাইগার সমর্থকের।