×

খেলা

আইসিসির নতুন নিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ১২:৫৪ পিএম

আইসিসির নতুন নিয়ম
   
ক্রিকেটের জন্মভ‚মি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০১৯ সালের বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নেবে ১০টি দল। এ খবর সবাই জেনেছে আগেই। কিন্তু ভারতের মাটিতে বসতে যাওয়া ২০২৩ সালের বিশ্বকাপের জন্য দল বাড়ানো হবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন ২০১৯ বিশ্বকাপের ফরমেট নিয়ে অনেকের মনেই অসন্তোষ রয়েছে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দল বাছাইপর্ব পার হতে না পারায় অংশ নিতে পারছে না এই ওয়ানডে বিশ^কাপে। তবে যতই সমালোচনা থাক, আইসিসি ১০ দলের এই বিশ্বকাপ থেকে বের হচ্ছে না আগামীতেও। এ ছাড়াও দল নির্বাচনে নিয়ম-কানুন একটু পরির্বতন আনছে আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, নতুন এই প্রক্রিয়ায় অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে সদস্য দেশগুলো। এ ছাড়াও নতুন এই কাঠামো অবশ্যই ম্যাচের সংখ্যা বাড়াবে। আমাদের সদস্যদের জন্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ বাড়ছে। ভারতে ২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৩২টি দলের মধ্যে বাছাই হবে। আর এই বাছা পর্ব হবে ছয়টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। ৩২টি দলের মধ্য থেকে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে। এরই মধ্যে এই সিরিজের নাম দেয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। এই ১৩টি দল হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে প্রথম ৮টি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বাকি দুদলের কষ্ট একটু বেশিই করতে হবে। এ জন্য তাদের আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা পার হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App