×

খেলা

ক্রিকেটপ্রেমী ইরিন হল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ পিএম

ক্রিকেটপ্রেমী ইরিন হল্যান্ড
   
ছোটবেলা থেকেই খেলাপ্রিয় ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন কাটিংয়ের মডেল বান্ধবী ইরিন হল্যান্ড। তবে যখন থেকে এই ক্রিকেটারের সঙ্গ পেয়েছেন তখন থেকে কাটিংয়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলাকেও বেশি করে ভালোবাসতে শুরু করেন তিনি। সাবেক এই মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া মনে করেন, ক্রিকেট খেলার মাঝে আনন্দের পাশাপাশি ব্যবসারও একটি গভীর সম্পর্ক রয়েছে। চার বছর আগে ইরিন হল্যান্ড বেন কাটিংয়ের সঙ্গে প্রণয়ে জড়ান। প্রেমিক ক্রিকেটার হওয়ার সুবাদে ইরিনকে প্রায়ই এ দেশ থেকে ওদেশ ভ্রমণ করতে হয়। যার ফলে ক্রিকেট খেলাটা তার মনে প্রাণে আরো বেশি করে গেঁথে গেছে। অবশ্য কাটিংয়ের সঙ্গ পাওয়ার আগেও পারিবারিক কারণে ইরিন হল্যান্ড খেলাপ্রেমী ছিলেন। এপ্রিলে অনুষ্ঠিতব্য আইপিএলের আসন্ন আসরে বেন কাটিংকে মুম্বাই ইন্ডিয়ানস তাদের দলে ধরে রেখেছে। সে সময়টাতে প্রেমিকের সঙ্গে ভারত আসতে পারেন তিনি। খেলা প্রসঙ্গে বলতে গিয়ে ইরিন বলেন, খেলা আমার রক্তে মিশে আছে। আর এটার পেছনে সবচেয়ে বেশি ভ‚মিকা রেখেছে আমার পরিবার। ছোটবেলা পরিবারে থাকতেই খেলার প্রতি আমার আগ্রহ জন্মে। কাটিংকে পেয়ে তা বহুগুণে বেড়েছে। উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ানস ছাড়াও পাঞ্জাব একাদশ, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এ অজি ক্রিকেটার। কয়েক মাস আগে তিনি আফগানিস্তান প্রিমিয়ার লিগেও অংশগ্রহণ করেছেন। ওই টুর্নামেন্টে ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনি যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি হন। চলতি বছরের এপ্রিলে কাটিং প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এদিকে ইরিন হল্যান্ড ২০১৩ সালে ইন্দোনেশিয়ার বালিতে মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া নির্বাচিত হন। পেশাগতভাবে তিনি একাধারে একজন গায়িকা, অভিনেত্রী, মডেল, উপস্থাপক এবং নর্তকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App