
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৪:৪৭ পিএম
আরো পড়ুন
আগামী মৌসুমে লা লিগায় ভিএআর চালু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০১:২৩ পিএম
জার্মানির বুন্দেসলিগা ও ইতালির সিরি আর পর আগামী মৌসুম থেকে লা লিগায় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও জানান, ‘আগামী মৌসুমে নিশ্চিতভাবে লা লিগায় ভিএআর চালু করা হবে।’
এদিকে আরএফইএফের এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী মৌসুমে স্প্যানিশ লিগে ভিএআর বাস্তবায়ন করতে রেফারি ও সহযোগী রেফারিদেরকে রেফারি কমিটির সভাপতি জানিয়ে দিয়েছেন।’
ভিএআর এর সহায়তায় রেফারিরা কোনো ঘটনা ভিডিও ফুটেজের সহায়তায় পর্যালোচনা করার সুযোগ পাবে। এতে বাড়বে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
জার্মানির বুন্দেসলিগা ও ইতালির সিরি আর পর আগামী মৌসুম থেকে লা লিগায় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও জানান, ‘আগামী মৌসুমে নিশ্চিতভাবে লা লিগায় ভিএআর চালু করা হবে।’
এদিকে আরএফইএফের এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী মৌসুমে স্প্যানিশ লিগে ভিএআর বাস্তবায়ন করতে রেফারি ও সহযোগী রেফারিদেরকে রেফারি কমিটির সভাপতি জানিয়ে দিয়েছেন।’
ভিএআর এর সহায়তায় রেফারিরা কোনো ঘটনা ভিডিও ফুটেজের সহায়তায় পর্যালোচনা করার সুযোগ পাবে। এতে বাড়বে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।