সর্বকনিষ্ঠ অধিনায়ক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৫৬ পিএম

দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। এখন চলছে রোমাঞ্চমাখা অপেক্ষা, চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড যেহেতু ঘোষণা করা হয়েছে তাই কোন দল কার নেতৃত্বে খেলবে সেটাও ইতোমধ্যেই জেনে গেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের ১০ অধিনায়কের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন উইন্ডিজের নেতৃত্বে থাকা জেসন হোল্ডার। অর্থাৎ দ্বাদশ বিশ^কাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক তিনি।
জেসন হোল্ডারের জন্ম ১৯৯১ সালের ৫ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই সমান পারদর্শী। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি উইন্ডিজ জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক হয় হোল্ডারের। ম্যাচটিতে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তার। জেসন হোল্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৭টি টেস্ট ও ৮৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ব্যাট হাতে ১ হাজার ৭৮৩ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৯৩ উইকেট। টেস্টে ৩টি সেঞ্চুরি রয়েছে তার। আর ওয়ানডেতে তার নামের পাশে আছে ১ হাজার ৪৭১ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১৯ উইকেট। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জেসন হোল্ডার। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৬০ রান ও বোলিংয়ে ৯ উইকেট রয়েছে তার নামের পাশে।
২০১৫ সালের ১৬ জানুয়ারি ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজ জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন জেসন হোল্ডার। তিনি উইন্ডিজের ক্রিকেট ইতিহাসের ২৭তম ওয়ানডে অধিনায়ক। তার নেতৃত্বে উইন্ডিজ এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ২০ জয়ের বিপরীতে রয়েছে ৪৩টি হার। এ ছাড়া টাই হয়েছে অবশিষ্ট ২টি ম্যাচ।