×

খেলা

শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫ এএম

শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল
   
ঢাকা মহানগরীর ৩৭টি স্কুল নিয়ে কাল থেকে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৬তম স্কুল হ্যান্ডবল (বালক ও বালিকা) টুর্নামেন্ট। এবার অংশগ্রহণকারী স্কুলগুলোকে ৬টি বিভাগে ভাগ করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১২টায় টুর্নামেন্টের পর্দা উঠবে। আর ২৫ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালিকা বিভাগে সানিডেল-শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে মূল আসর। গতকাল এ উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. খালেকুজ্জামান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল উপস্থিত ছিলেন। এবার পোলার আইসক্রিম ২৬তম স্কুল হ্যান্ডবল (বালক ও বালিকা) টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা। তাই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিম হতে ১৩ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হবে। গতকাল সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, শরীর ও মন ভালো রাখতে অবশ্যই খেলাধুলার প্রয়োজন আছে। তাই আমরা ৯ বছর ধরে হ্যান্ডবলের সঙ্গে যুক্ত আছি। আমরা খেলাটি আরো দূরে এগিয়ে নিতে চেষ্টা করব। আগামীতে কীভাবে ভালো ফল পাওয়া যায় আমরা সে চেষ্টাও করব। আমি খুব আনন্দিত স্কুলের বালক-বালিকারা লেখাপড়ার পাশাপাশি এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App