৪ উইকেট হারিয়ে চাপে আছে নেপাল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩ পিএম

এসএ গেমসে ক্রিকেটের পুরুষ ইভেন্টের অষ্টম ম্যাচে খেলছে বাংলাদেশ বনাম নেপাল। বাংলাদেশের ১৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ১৪ রানে ৩ উইকেট হারায় নেপাল। পরে দলিয় ৪৬ রানের মাথায় পতন হয় নেপালের চতুর্থ উইকেটের।
শেষ খবর পর্যন্ত নেপালের সংগ্রহ ১০ ওভারে ৫৭ রান। ১৫ রান নিয়ে মাল্লা এবং শূন্য রান নিয়ে পাউদেল ক্রিসে ব্যাট করছে। বাংলাদেশের পক্ষে তানভীর ইসলাম দু’টি এবং সুমন খান ও সৌম্য একটি করে উইকেট তুলে নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৬ রান। বাংলাদেশের হয়ে একাই ৭৫ রান করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন আফিফ হোসেন। এ দুজন মিলে পার্টনারশিপে করেন ৯৪ রান।
নেপালের পরশ খাদকার ১৬ রানের তুলে নেন ৩ উইকেট। এরপর ইয়াসির ১৪ রানে বিদায় নিলে দলের হাল ধরেন শান্ত ও আফিফ।
নেপালের বিপক্ষে আজকের ম্যাচটি জিততে পারলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের । আর তা যদি না হয় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।