নবম দিনে আরো পাঁচ স্বর্ণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ এএম
এসএ গেমসের নবম দিনে আরো তিন স্বর্ণ এনে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আর তিনটিতে এসেছে আর্চারিতে মেয়েদের কম্পাউন্ড এককে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক ছিনিয়ে নিয়েছেন সুমা বিশ্বাস। এরপর পুরুষ এককে তানডিন দর্জিকে হারিয়ে সোহেল রানা স্বর্ণ জিতেছেন।
একই ইভেন্টে রিকার্ভ এ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতে নেন ইতি খাতুন। এরপরই আর্চারি পুরুষ রিকার্ভ এ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতে নেন বাংলাদেশের তারকা খ্যাত আর্চার রোমান সানা।
বিকেলে ক্রিকেটের পুরুষ ইভেন্টের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে স্বর্ণ জয় করেছে বাংলাদেশের সৌম্য-শান্তদের বাহিনী। সবমিলিয়ে এবার ১৯টি স্বর্ণ পদক এলো বাংলাদেশের ঘরে।