×

খেলা

বিকেএসপিতে বিজয়ের ডাবল সেঞ্চুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০২:১১ পিএম

   
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৪তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গতকালই। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে আজ সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন খুলনা বিভাগের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে তৃতীয় দিনের খেলায় ঢাকা বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেও ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন বিজয়। প্রথম রাউন্ডে রংপুরের বিপক্ষে ২১৬ রানের পর শেষ রাউন্ডে ঢাকার বিপক্ষে খেললেন ২০২ রানের ইনিংস। এর ফলে প্রথম রাউন্ডে দুর্দান্ত শুরুর পর শেষটাও রাঙিয়ে রাখলেন খুলনার এ ওপেনার। গতকাল দ্বিতীয় দিন শেষে ১৬৭ রানে অপরাজিত ছিলেন বিজয়। তার সঙ্গে ১৬৮ রানে অপরাজিত ছিলেন খুলনার হয়ে ওয়ানডাউনে নামা মেহেদী হাসান। বিজয়ের মতো আজ তারও ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল। কিন্তু ব্যক্তিগত ১৭৭ রানের মাথায় ঢাকার বোলার শরীফের শিকার হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান। মেহেদী ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেও বিজয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৫১ বল মোকাবিলা করে ২৩ চার ও ৪টি ছক্কায় ২০২ রানের ইনিংসটি খেলেন বিজয়। এরপর শুভাগত হোমের বলে বলে তাইবুরের হাতে ধরা পড়ে আউট হন তিনি। বিজয়ের ডাবল সেঞ্চুরি ও মেহেদী হাসানের ১৭৭ রানের ইনিংসে ভর ৮ উইকেটে ৪৫৯ রানেই বড় পুঁজি গড়ে ইনিংস ঘোষণা দিয়েছে খুলনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App