
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৩৮ এএম
আরো পড়ুন
ডাবলসের শিরোপা জিতলেন বাবস ক্রিশ্চিনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৪:২৫ পিএম

বাবস ক্রিশ্চিনা।
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ডাবলসের শিরোপা জিতেছেন ফরাসি টেনিসার ক্রিশ্চিনা মাদেনোভিক ও হাঙ্গেরিয়ান টেনিসার তিমিয়া বাবস। এদু’জন ৬-২, ৬-১ সেটে হারিয়েছেন তাইওয়ানের সু উই ও চেক রিপাবলিকের বারবোরা স্ত্রাইকোভাকে।
ক্রিশ্চিনা ও বাবসের এটি অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় শিরোপা। গত ৩ বছরে এটি তাদের দ্বিতীয় শিরোপা। আর সবমিলিয়ে এই জুটির এটি তৃতীয় গ্র্যান্ড স্লামের শিরোপা। গতবছর এদু’জন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

বাবস ক্রিশ্চিনা।
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ডাবলসের শিরোপা জিতেছেন ফরাসি টেনিসার ক্রিশ্চিনা মাদেনোভিক ও হাঙ্গেরিয়ান টেনিসার তিমিয়া বাবস। এদু’জন ৬-২, ৬-১ সেটে হারিয়েছেন তাইওয়ানের সু উই ও চেক রিপাবলিকের বারবোরা স্ত্রাইকোভাকে।
ক্রিশ্চিনা ও বাবসের এটি অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় শিরোপা। গত ৩ বছরে এটি তাদের দ্বিতীয় শিরোপা। আর সবমিলিয়ে এই জুটির এটি তৃতীয় গ্র্যান্ড স্লামের শিরোপা। গতবছর এদু’জন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতেন।