বিশ্বকাপজয়ী যুবাদের বরণে প্রস্তুত দেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৬ পিএম

বিশ্বজয়ী টাইগার যুবারা। ছবি: ফাইল।

বিমানবন্দরে টাইগার যুবাদের বরণে প্রস্তুত। ছবি: ভোরের কাগজ।
বিশ্বকাপ জয় করা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ফিরছেন দেশে। এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে তারা বিকেলে বিমানবন্দরে নামবেন। রানওয়েতেই তাদের ‘ওয়াটার স্যালুট’ দিয়ে বরণ করা হবে। তাদের বরণ করতে প্রস্তুত বিসিবিসহ গোটা দেশ। যুবাদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
গোটা বিমানে পানি ছিটিয়ে ‘ওয়াটার স্যালুটের’ মাধ্যমে তাদের সম্মাননা জানানো হবে। এজন্য সেখানে প্রস্তুত ফায়ার সার্ভিসের দুটি গাড়ি।
[caption id="attachment_201852" align="aligncenter" width="700"]
এর আগে ৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা নিজেদের করে তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।