মেসির জন্য ভালোবাসা নরমা ফ্রানচাইনির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ১১:০৮ এএম
প্রিয় তারকাকে সম্মান জানাতে কেউ বানান ভাস্কর্য, কেউ টানান বিলবোর্ড, কেউ আবার দেয়ালে কাটেন রং তুলির আঁচড়। এবার লিওনেলে মেসির এক নারীভক্ত নিজ পিঠেই বসিয়ে নিলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের ট্যাটু। তাও আবার পুরো বাস্তবিক ছবির মতো।
নাম তার নরমা ফ্রানচাইনি। বয়স ৫৪। থাকেন কিং লিও’র দেশে। আর্জেন্টিনার জনপ্রিয় টিভি চ্যানেল 'টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ফ্রানচাইনি মেসির একজন পাগলভক্ত। তিনি মেসির কোনো খেলা না দেখে থাকেন না। কয়েকদিন আগে নিজের পিঠেই একটি ট্যাটু করান ফ্রানচাইনি।
ফ্রানচাইনিকে ট্যাটু মেকার বলেছিলেন, ট্যাটুটা বসাতে ছয় ঘণ্টার বেশি সময় লাগবে। অনেক ব্যথা সহ্য করতে হবে। আপনি এই বয়সে পারবেন এত কষ্ট করতে। উত্তরে না বলেননি ফ্রানচাইনি। বরং হাসিমুখে রাজি হয়ে যান। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ ব্যথা সয়ে পিঠের এক পাশে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ট্যাটু স্থাপন করেন ফ্রানচাইনি।
এই মূহুর্তে বিশ্বের সেরা ফুটবলারদের একজন মেসি। তার জন্য ভক্তরা কত কী করবে, এটা স্বভাবিক। যদিও ট্যাটু করানোর খবরও নতুন কিছু নয়। কিন্তু ৫৪ বছর বয়সের কোনো নারী যখন শতকষ্ট সহ্য করে নিজের শরীরে প্রিয় ফুটবলারের ট্যাটু বসান, সেটা মোটেও সাধারণ ভাবার উপায় নেই।