
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:২৮ এএম
আরো পড়ুন
এবার করোনার শিকার আর্জেন্টাইন তারকা দিবালা

nakib
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০১:৪৪ পিএম

দিবালা
বিশ্বব্যাপি ছড়িয়ের পড়া করোনা ভাইরাসে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশে আক্রান্ত হচ্ছে রাজনৈতিক নেতা, অভিনয় শিল্পী ও ক্রিয়াবিদরা। এ তালিকায় যুক্ত হলেন আর্জেন্টাইন সুপার স্টার পাওলো দিবালা।
শনিবার (২১ মার্চ) দিবালা জানান যুভেন্টাসের তৃতীয় খোলোয়াড় হিসেবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে এসি মিলানের ডিফেন্ডার পাওলো মালদিনি তার ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইতালির চ্যাম্পয়ন এ ক্লাব যুভেন্টাস থেকে জানানো হয় দিাবালা আইসোলে শনে আছেন এবং সুস্থ্য আছেন।
উল্লেখ্য, ইতালিতে শনিবার ২৪ ঘণ্টায় প্রায় ৮০০ মানুষ প্রাণ হারালে মৃতের সংখ্যা দাড়ায় ৪ হাজার ৮২৫ জনে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

দিবালা
বিশ্বব্যাপি ছড়িয়ের পড়া করোনা ভাইরাসে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশে আক্রান্ত হচ্ছে রাজনৈতিক নেতা, অভিনয় শিল্পী ও ক্রিয়াবিদরা। এ তালিকায় যুক্ত হলেন আর্জেন্টাইন সুপার স্টার পাওলো দিবালা।
শনিবার (২১ মার্চ) দিবালা জানান যুভেন্টাসের তৃতীয় খোলোয়াড় হিসেবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে এসি মিলানের ডিফেন্ডার পাওলো মালদিনি তার ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইতালির চ্যাম্পয়ন এ ক্লাব যুভেন্টাস থেকে জানানো হয় দিাবালা আইসোলে শনে আছেন এবং সুস্থ্য আছেন।
উল্লেখ্য, ইতালিতে শনিবার ২৪ ঘণ্টায় প্রায় ৮০০ মানুষ প্রাণ হারালে মৃতের সংখ্যা দাড়ায় ৪ হাজার ৮২৫ জনে।