করোনায় স্বেচ্ছাসেবী হলেন হিদার নাইট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১১:১২ এএম

হিদার নাইট
করোনাভাইরাসে আতঙ্ক ও প্রাদুর্ভাব বিশ্বজুড়ে। ১৯৯টি দেশে মহামারি আকার ধারণ করেছে ভাইরাসটি। আর তাই নিজ দেশের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়া হিদার নাইট। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
হিদার জানান, যেহেতু আমার হাতে অনেক অবসর সময় এখন, তাই এনএইচএসের স্বেচ্ছাসেবী হিসেবে নিজের নাম লিখিয়েছে। নিজের সর্বোচ্চ চেষ্টা করবো সবাইকে সাহায্য করার জন্য। আমার ভাই এবং তার সঙ্গী- দুজনই ডাক্তার। আমার কিছু বন্ধু আছে যারা এনএইচএসে কাজ করে। তাই আমি জানি তারা কত কঠোর পরিশ্রম করছে এবং পরিস্থিতিটা এখন কত কঠিন।
তিনি বলেন, দরজায় দাঁড়িয়ে সেবা দানকারীদের জন্য তালি দেয়া অসাধারণ ছিলো। এখন স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়ে আরও বেশি কাজ করার সুযোগ পাওয়া যাবে। আমি গাড়িতেই সব করবো, যেহেতু ওষুধ ডেলিভারির কথা বলা হয়েছে আমাকে। এছাড়া কেউ যদি বাড়িতে একা একা বোর হয়, তাকে কল করে মানসিক সাহস দেয়ার জন্যও বলা হয়েছে।