আজহারের কাছে সুযোগ চেয়েছিলেন শচিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:৫৬ পিএম

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন। তিনি পৃথিবীর একমাত্র ক্রিকেটার যিনি ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা এই ওপেনার তার ক্যারিয়ারের শুরুতে কিন্তু ওপেনার হিসেবে ব্যাট করতেন না। তার প্লেলিং পজিশন ছিল মিডল অর্ডার। আর এই ওপেনিংয়ে ব্যাট করার জন্য তিনি তৎকালীন অধিনায়ক আজহারউদ্দিনের কাছে সুযোগ চেয়েছিলেন। নিজের ব্যক্তিগত অ্যাপ ১০০ এমবিতে নিজেই এই তথ্য জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নিউজিল্যান্ড যায় ভারত। ওই সময় ভারতের হয়ে ওপেনিং করতেন সিধু। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হওয়ায় কাকে ওপেনিংয়ে নামানো হবে এনিয়ে কিছুটা চিন্তিত ছিলেন অধিনায়ক আজহারউদ্দিন ও ম্যানেজার অজিত ওয়াদেকার। তখন টেন্ডুলকার নিজ থেকেই বলেছিলেন যে তিনি ওপেনিং করতে চান। আর তিনিও এও বলেছিলেন তিনি যদি এই ম্যাচটিতে ভালো করতে না পারেন তাহলে কখনো ওপেনার হিসেবে ব্যাট করার সুযোগ চাইবেন না। অধিনায়কের ও ম্যানেজারের দেয়া সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লিটল মাস্টার। সেই ম্যাচটিতে তিনি করেছিলেন ৮২ রান। আর এরপরের ইতিহাসটা তো সবারই জানা। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা ওপেনার হিসেবে। ভারতীয় দলে ওপেনার হিসেবে খেলে তিনি করেছেন ১৫ হাজার ৩১০ রান। যা অন্য কোন ওপেনার এখনো করতে পারেনি।
শচিন টেন্ডুলকার তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৮ হাজার ৪২৬ রান করে। এই রান করতে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৯টি । আর হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৯৬টি।