জটলা এড়াতে ফ্রি কিক, কর্নার বাদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৭:৫৮ পিএম

ফাইল ছবি।
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্বের ফুটবল খেলা। আর কেউই জানে না ঠিক কবে আবার মাঠে ফিরবে খেলা। তবে ফুটবলের দেশ আর্জেন্টিনায় ক্লোজড ডোর বা দর্শকবিহীন মাঠে খেলা শুরু করার একটা প্রস্তুতি নেয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে। যদিও তা এখন যে পরিস্থিতি সেটির কিছুটা উন্নতি ঘটলে তবেই খেলা শুরু করা হবে।
কিন্তু করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যা হাঁচি, কাশি এমনকি শ্বাস প্রশ্বাসের মধ্যেও ছড়ায়। আর তাই তো খেলার মধ্যে খেলোয়াড়দের মধ্যে যেন কোন জটলা তৈরি না হয় তাই ফ্রি কিক ও কর্নার বাদ দেয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল আর্জেন্টিনার টিভি চ্যানেল ক্রনিকায়। তখন এটি নিয়ে উপস্থাপনার দায়িত্বে থাক ব্যক্তিরাও বিষ্ময় প্রকাশ করেন। তারাই দর্শকদের কাছে জিজ্ঞেস করেন, এটা কিভাবে সম্ভব?
তবে সম্ভব আর অসম্ভব এখন কিছুই মাথায় খেলছে না ফুটবল লিগগুলোর। কারণ এই করোনা ভাইরাস্ ইতোমধ্যেই অনেক টাকা ক্ষতি করেছে তাদের। আর তাই তো তারা চাচ্ছে যে কোনভাবে লিগ আবার মাঠে ফেরাতে। যদি ক্ষতির পরিমাণটা কমানো যায়!