অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৫:৫০ পিএম

করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। বন্ধ হয়ে গেছে সব খেলা। ক্রিকেটে এই ভাইরাসের প্রভাব অনেক আগেই পড়েছে। তাই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরটি। এ বিষয়ে নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন।
ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনা করে প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি । পরিস্থিতি যদি ভালো হয় তাহলে খেলা হবে। তবে যতক্ষণ পরিস্থিতি ভালো না হচ্ছে ততক্ষণ স্থগিত। ক্লাব গুলোকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।
চলতি বছর জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনা ভাইরাসের কারণে সিরিজটিও স্থগিত হয়ে গেছে। জানা গেছে, দেশের করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করার চেষ্টা করবে সিসিডিএম।
এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০২০ মৌসুমের খেলা গড়িয়েছিল ১৫ মার্চ। কিন্তু বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়াতে শুরু করলে সতর্কতার যে অংশ হিসেবে প্রথম রাউন্ড শেষেই তা স্থগিত ঘোষণা করা হয়।