×

খেলা

কিশোরীদের সাফল্যে আলোকিত ক্রীড়াঙ্গন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৩:৪০ পিএম

   
প্রাপ্তি - অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। বিশ্বজুড়ে এক অস্থির সময়কালে আগমন ঘটল নতুন বছরের। বছরের সব জরা-ক্লান্তি আর গ্লানিকে মুছে ফেলে নতুন বছরকে আজ বরণে মাতোয়ারা দেশবাসী। সুখবর যেমন আমাদের আন্দোলিত করে তেমন খারাপ খবরও করে তোলে ব্যথিত, বেদনার্ত। ক্রীড়াঙ্গনে গত বছর যেমনি সাফল্য রয়েছে, তেমনি রয়েছে ব্যর্থতা। মেয়েদের ফুটবল, ক্রিকেট আর শুটিংয়ে সাফল্য ছিল উল্লেখ করার মতো। বিদেশের মাটিতে টাইগারদের সাফল্য ছিল ঈর্ষণীয়। ২৪ ডিসেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের কিশোরীরা শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। এর আগে গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারায় দুরন্ত কিশোরীরা। উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা নেপালকে ৬-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পূর্বাভাস দেয়। ভুটানকে ৩-০ গোলে হারালেও মেয়েদের ছন্দময় ফুটবলে ছন্দের কোনো ঘাটতি ছিল না। ২০১৭ সালে টাইগাররা ঘরের মাঠের চেয়ে বিদেশের মাটিতে বেশি সাফল্য পেয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। যা টাইগারদের ক্রিকেট ইতিহাসে প্রথম। গ্রুপে থাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টেক্কা দিয়ে সেমিতে জায়গা করে নেয় সাকিব-মাহমুদ উল্লাহরা। কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্ববাসীকে চমকে দেয় মাশরাফি বাহিনী। এর আগে ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে অনন্য নজির স্থাপন করে টাইগাররা। এখানেই ঘটনা শেষ নয়। শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হারেনি বাংলাদেশ। অর্থাৎ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি সিরিজ ড্র করতে সমর্থ হয় টাইগাররা। নিরাপত্তার অজুহাতে ২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। অনেক জল ঘোলা করার পর আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করে অজিরা। ঢাকা টেস্টে স্বাগতিকদের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেলেও চট্টগ্রামে ম্যাচ জিতে সিরিজ ড্র করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের ছেলেরা ফুটবলের নান্দনিকতা হারালেও কিশোর এবং যুবারা আশার আলো দেখাচ্ছেন। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। যা উজ্জ্বল ভবিষ্যতের কথা বলছে। এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে ‘বি’ গ্রুপে পাঁচ জাতির মধ্যে বাংলাদেশ তৃতীয় হয়। গ্রুপে মধ্য এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানের পরের অবস্থানে ছিল বাংলাদেশ। তাজিকিস্তানের সঙ্গে ড্র দিয়ে শুরু, পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় ১-০ গোলে। উজবেকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারের পর শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে আসর শেষ করে বাংলাদেশ। রাজনৈতিক কারণে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে আরব আমিরাত। দোহায় অনুষ্ঠিত আসরে অংশগ্রহণ করে ইয়েমেন, বাংলাদেশ ও কাতার। ইয়েমেনের বিপক্ষে ২-০ গোলে হারে শুরু করলেও কাতারকে একই ব্যবধানে হারানোর সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছে লাল-সবুজরা। মধ্যপ্রাচ্যের ফুটবলে কাতার একটি শক্তিশালী দল। কাতারের মাটিতে সেই কাতারকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ছেলেদের চ্যাম্পিয়নশিপে আশা জাগিয়েও শিরোপা জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ ও ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে উন্নীত হয় বাংলাদেশ। সেমিতে নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় বাংলাদেশ। পরে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয় লাল-সবুজরা। বাংলাদেশের ফয়সাল আহমেদ হন আসরটির সর্বোচ্চ গোলদাতা। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় বাংলাদেশ। ওই শেষ মুহূর্তে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় পাঁচ জাতির আসরে পরিণত হয় এটি। ফরম্যাট ছিল পঁাঁচ দল পরস্পরের মোকাবেলা করবে। বেশি পয়েন্ট অর্জন করা দল হবে চ্যাম্পিয়ন। উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই ভারতের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর চার গোল দিয়ে হারা ম্যাচ ৪-৩ গোলে জিতে রীতিমতো ঘুরে দাঁড়ানোর কাব্য রচনা করে জাফর ইকবাল-আবু সুফিয়ান সুফিলরা। পরের ম্যাচে মালদ্বীপকে হারিয়ে শিরোপার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ১-২ গোলে হেরে যায় মাহবুব হোসেন রক্সির দল। শেষ ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে ভুটানকে ও নেপাল ২-০ গোলে ভারতকে হারায়। বাংলাদেশ ও নেপালের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয় নেপাল। শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। পাঁচ গোল করা জাফর ইকবাল হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। মামুনুলরা ফিফা র‌্যাংকিংয়ে ১৯৭তম স্থানে থাকলেও জাতিকে চমক উপহার দিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে ১০০তম স্থানে উঠে এসেছে তারা। এ আনন্দ সংবাদের মধ্যেই ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কিশোরীরা। ফুটবল, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাধুলায়ও সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। শুটিংয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বর্ণ পদক জয় করে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসের মিক্স ডাবলস ইভেন্টের ১০ মিটার এয়ার রাইফেলসে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী ও আতকিয়া হাসান। ডিসেম্বরে জাপানে ১০ম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলসে রৌপ্যপদক জিতে সরাসরি ইয়ুথ অলিম্পিক গেমসে খেলার যোগত্য অর্জন করেছেন অর্নব শাহরিয়ার। বাংলাদেশ দলের লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থের জানান দিলেও, দলের সিনিয়র ক্রিকেটারদের বিরোধ ছিল বছরের আলোচিত ঘটনা। সেই বিরোধ ও মতো পার্থক্য এমন তিক্ততায় পৌঁছেছিল যে শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। ১৯৮৫ সালের পর এ বছর আবারো এশিয়া কাপ হকির আয়োজক হলো বাংলাদেশ। অক্টোবরে এশিয়ার শক্তিশালী দেশগুলোকে নিয়ে আয়োজিত এই হকি প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ষষ্ঠ স্থান অর্জন করে। মাঠের পারফরম্যান্সে আলো ছড়াতে না পারলেও আয়োজক হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। মার্চে ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু তে পঞ্চম হয় বাংলাদেশ। ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রোলবল বিশ্বকাপ। দেশের মানুষকে একটি নতুন খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের ২৭টি দেশ। স্বাগতিক বাংলাদেশ চতুর্থ স্থান অর্জন করে। ক্রীড়াঙ্গনে ২০১৭ লাল-সবুজের প্রতিনিধিদের কেটেছে ভালোমন্দের মিশ্রণে। নতুন বছরে ক্রীড়াবিদরা দেশবাসীকে আরো বেশি চমক উপহার দিবে এমন প্রত্যাশাই সবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App